গ্লাস হেয়ার কি জানেন?

author-image
Harmeet
New Update
গ্লাস হেয়ার কি জানেন?

​নিজস্ব সংবাদদাতাঃ না না,  গ্লাস হেয়ার মানে কাচের চুল না। চুলের একটা শার্প আর স্ট্রেট কাটিং হল গ্লাস হেয়ার। এভাবে চুল কাটলে চুলের টেক্সচার দারুণ দেখতে লাগে এবং বেশ জেল্লাদার দেখায়। ফলে দেখে মনে হয় চুল থেকে একটা আলাদা শাইন বেরোচ্ছে! ঠিক যেমন কাচের জিনিস চকমক করে, এভাবে চুলের স্টাইলিং করলে চুলও চকমক করে, সেজন্যই নাম গ্লাস হেয়ার

ব্যাপারটা বেশ জমকদার তাই না? ব্রিটিশ হেয়ার স্টাইলিস্ট এবং ব্যবসায়ী Vidal Sassoon ৬০-এর দশকে প্রথমবার এই হেয়ারস্টাইল শুরু করেন।  মাঝে নানা রকমের চুলের কাটিং ও স্টাইল এসেছে, এবং ধীরে ধীরে গ্লাস হেয়ার বিউটি ট্রেন্ডের বাইরে চলে গিয়েছে। তবে সম্প্রতি সেলিব্রেটি হেয়ার স্টাইলিস্ট Cash Lawless আবার এই ট্রেন্ড ফিরিয়ে এনেছেন। তাঁর মতে এই জ্যামিতিক হেয়ার কাট ছোট চুলেও করা সম্ভব, এবং চুলের বিশেষ যত্নের প্রয়োজনও নেই, কাজেই গ্লাস হেয়ার বেশ ট্রেন্ডিং একটা বিষয়।