দেবাশিস বিশ্বাস, কোচবিহারঃ বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজার হাতে গোনা কয়েকটি দিন বাকি। তবে করোনা আবহের জন্য এবছর পুজো কমিটি গুলির পূজা প্রস্তুতি অনেকটাই দেরিতে শুরু হয়েছে। আজ সাহেবগঞ্জের আমরা কজন দুর্গাপূজা কমিটি খুঁটি পূজার মধ্যে তাদের দ্বিতীয় বর্ষের পূজা প্রস্তুতি শুরু করে দিল। গত বছর করোনা আবহের প্রথম বর্ষে থিমের পুজো করেই চমক দিয়েছিল তাঁরা। একই ভাবে এবছরও তাঁরা থিম এর পূজা করে দর্শনার্থীদের চমক দেবে বলে জানা গেছে। এবছর করোনা স্বাস্থ্য বিধি মেনেই পূজা হবে বলে জানান পূজা কমিটির সদস্যরা। সাহেবগঞ্জ ফুটবল ময়দানের পাশেই হচ্ছে এই পূজা। পুজোর প্রতিটি দিন মাস্ক বিতরণ, সচেতনতামূলক প্রচার করা হবে বলে জানান পূজা কমিটির সদস্যরা।
কমিটির সভা উজ্জ্বল তালুকদার বলেন,গতবছর করোনার পরিস্থিতি ভয়াবহ ছিল,আমরা তাও স্বাস্থ্যবিধি মেনে মানুষকে সচেতন করতে পূজার আয়োজন করেছিলাম। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা বন্ধ হোক এটা আমাদের কাছে কষ্টের তাই ছোট করে পূজার আয়োজন করা হয়েছে দ্বিতীয় বর্ষে। খোলা মন্ডপে আমাদের পূজা হবে এমনটাই জানান কমিটির সকল সদস্যরা।