সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ারের ডি.পি.এস.সির প্রাক্তন চেয়ারম্যান গার্গী নার্জিনারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠার পর তাঁকে বৃহস্পতিবার শিক্ষা দপ্তরের চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে নতুন মুখ করা হল পরিতোষ বর্মনকে। এরপর শুক্রবার আলিপুরদুয়ার জেলা তৃনমুল কার্যালয় অফিসে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে নব নিযুক্ত আলিপুরদুয়ার জেলার প্রাথমিক বিদ্যালয়ের সংসদ সভাপতি পরিতোষ বর্মনকে সংবর্ধনা দেওয়ার জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয় । এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃনমুল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জীত ধর এবং জেলার তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কৌশিক সরকার এবং সাধারণ সম্পাদক রত্নদ্বীপ ভট্টাচার্য সহ প্রমুখ। জানা গিয়েছে পরিতোষ বর্মন পূর্বে রাজ্য সরকারের ভুমি এবং ভুমি সংস্কার দপ্তরে কর্মরত স্থায়ী কর্মী ছিলেন। এরপর চাকরি থেকে অবসর নিয়ে আলিপুরদুয়ার ২ নং ব্লকের তৃনমুল কংগ্রেসের সভাপতি হিসেবে নিযুক্ত হন তিনি।দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের এই পদ সামলানোর পর দল তাঁকে নতুন দায়িত্ব দিয়েছে।