কেলেঘাই নদীর বাঁধ ভেঙ্গে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

author-image
Harmeet
New Update
কেলেঘাই নদীর বাঁধ ভেঙ্গে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুরঃ- গতকাল রাত ১.১৫ নাগাদ কেলেঘাই নদীর বাঁধ ভেঙ্গে জল ঢুকতে শুরু করে আমগেছিয়াবাংলাতে, যার ফলে পূর্ব মেদিনীপুরের পটাশপুর, বিভীষনপুর সহ ভগবানপুরের বিস্তীর্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। আতঙ্কে ঘরছেড়ে অসহায় মানুষজন আশ্রয় নিয়েছে স্কুল ঘরে।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, ভগবানপুরের নিকটবর্তী  শিউলিপুরের কাছে নদীর বাঁধের উপর বস্তার যে বাঁধ দেওয়া হয়েছিল সেটা ভাঙলেও,নদীর বাঁধের তেমন ক্ষতি ও ভাঙন এখনও হয়নি। প্রায় ৫ ফুট উচ্চতায় ও ২০ ফুট দৈর্ঘ্যে জল ঢুকছে, যাতে খুব আতঙ্কিত হওয়ার কিছু নেই।কারণ  ছ'ঘন্টা পরেও যখন মূল বাঁধ অক্ষত রয়েছে, তাতে আশা করা যায়, বাঁধ আর ভাঙবে না। ওদিকে ধীরে ধীরে নদীর জলের উচ্চতাও কমতে শুরু করেছে। তাই ভগবানপুর, পটাশপুর এলাকার মানুষ কিছুটা স্বস্তি বোধ করতে শুরু করেন। অবিরত নজরদারি চালিয়ে যাচ্ছেন প্রশাসন। স্থানীয় মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করছেন তাঁরা। কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে যদি ফের বৃষ্টিপাত শুরু হয় তবে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে, এমনটাই আশঙ্কাবোধ করছেন স্থানীয় মানুষজন।