নদীর জলে ভেসে রইল দাঁতালের পাল

author-image
Harmeet
New Update
নদীর জলে ভেসে রইল দাঁতালের পাল

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ  কংসাবতী নদীর জলে পাঁচ ঘন্টা ভেসে থাকল 14টি হাতির একটি পাল। শুক্রবার এমনই ঘটনার সাক্ষী থাকল মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া ও ঝাড়গ্রামের বৈদা এলাকার মানুষজন। জানা গিয়েছে, দেড় মাস ধরে ঝাড়গ্রাম এলাকায় বিভিন্ন পালে ভাগ হয়ে দাপিয়ে বেড়াচ্ছে শতাধিক হাতি। বৃহস্পতিবার রাতে 14 টি হাতির একটি পালকে তাড়িয়ে  কংসাবতী নদী পার করে মেদিনীপুর সদরের চাঁদড়াতে পাঠানোর চেষ্টা করে হুলা পার্টির লোকজন। কিন্তু শেষ পর্যন্ত তা সক্ষম হয়ে উঠেনি। হাতির পাল ভোর তিনটা নাগাদ বৈদা গ্রাম দিয়ে কংসাবতী নদীতে নামার পর, অপর প্রান্তে চাঁদড়ার কুন্ডলবনি, চাঁইপুর সহ বিভিন্ন এলাকার মানুষজন বুঝতে পেরে চিৎকার শুরু করেন। দুই প্রান্তের মানুষজনের ঘেরাটোপে পড়ে যায় হাতির পাল। জল বেশি থাকায় হাতির পালও নদী পেরোতে চাই না। এইভাবে সকাল 8.30 টা পর্যন্ত নদীর জলে ভেসে রইল হাতির পাল। পরে পুনরায় ঝাড়গ্রামের সাতপাটির জঙ্গলে ফিরে যায়। অন্যদিকে বৃহস্পতিবার রাতে ঝাড়গ্রামের বালিভাষা এলাকায় ভেঙে তছনছ করে দিল একাধিক বাড়ি। ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।