চন্দ্রকোনার কুমোরটুলিতে,জোরকদমে চলছে প্রতিমা তৈরির কাজ

author-image
Harmeet
New Update
চন্দ্রকোনার কুমোরটুলিতে,জোরকদমে চলছে প্রতিমা তৈরির কাজ

দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ দূর্গা পুজোর হাতে আর প্রায় মাস দেড়েক সময় তার আগে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় কুমোরটুলিতে জোরকদমে শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ।এমনই ছবি উঠে এলো চন্দ্রকোনা ১ ব্লকের ক্ষীরপাই পৌরসভার ১ নং ওয়ার্ড নুনেবাজার এলাকায়।জানাযায়,এই নুনেবাজার এলাকার কুমোরটুলিগুলি দীর্ঘ দিনের,পুজোর সময় প্রতিবছর এখান থেকেই জেলার বিভিন্ন প্রান্তে দূর্গা প্রতিমা পৌঁছে যেতো,এমনকি একসময় এজেলা ছাড়িয়ে পাশের জেলাতেও পাড়ি দিত বিগ বাজেটের সব দূর্গা প্রতিমা।আগের মতো আর তেমন বাজার নেই ক্ষীরপাইয়ের নুনেবাজার এলাকার কুমোরটুলিতে।সবে মিলিয়ে হাতে মাস দেড়েক সময় আর নেই,তার আগে প্রতিমা তৈরির কাজ জোরকদমেই শুরু হয়ে গিয়েছে।বাঁশের কাঠামো তৈরি , আবার প্রতিরাতে মাটির প্রলেপ দেওয়ার কাজ চলছে জোরকদমে।এখন থেকেই রাত জেগে কাজ করার পরিকল্পনা রয়েছে কুমোরটুলির মৃৎশিল্পীদের এমনটাও তারা জানান।বংশপরম্পরায় একমাত্র এই পেশা নুনেবাজার এলাকার বর্তমানে ৫-৬ টি কুমোরটুলি পরিবারের,দেরিতে হলেও বায়না আসতে থাকায় পেশার তাগিদে নির্ধারিত সময়ে উদ্যোক্তাদের হাতে প্রতিমা তুলে দিতে জোরকদমে চলছে প্রতিমা তৈরির কাজ।