নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার কৃষি আইনের বর্ষপূর্তিতে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন কৃষকরা। সেইসঙ্গে আন্দোলনের ডাক দিয়েছে শিরোমণি আকালী দল। এদিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বলেন, 'বেশ কয়েকজন কৃষক মারা গেছেন এবং অনেকে এখনও রাজ্য সীমানায় বসে আছেন তবে এই সরকার (কেন্দ্র) উদাসীন। তিনটি কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো।'