বাঁকুড়ার বিষ্ণুপুরে মল্ল রাজবাড়ির পূজো

author-image
Harmeet
New Update
বাঁকুড়ার বিষ্ণুপুরে মল্ল রাজবাড়ির পূজো

নিজস্ব সংবাদদাতাঃ কৃষ্ণনবমীর দিন থেকে শুরু হয় বাঁকুড়ার বিষ্ণুপুরে মা মৃন্ময়ীর পূজো। নয়বার কামানের তোপ ধ্বনির মাধ্যমে শুরু হয় দেবীর পূজো। এবার ১০২৪ বছরে পরবে দেবী মৃন্ময়ীর পূজো। রাজপরিবার সূত্রে জানা গেছে ৯৭৭ সালে শিকারের উদ্দ্যেশে বিষ্ণুপুরে আসেন রাজা জগৎমল্ল। কথিত আছে আজ যে জায়গায়  মৃন্ময়ী মায়ের মন্দির  অবস্থিত, সেখানে একটি  বট গাছের তলায় ক্লান্ত হয়ে বসে পড়েন রাজা। সেইসময় দেবী মৃন্ময়ী আবির্ভূত হয়ে ওই বটগাছের নীচে তাঁর মন্দির স্থাপনের আদেশ দেন। এরপর রাজা জগৎমল্লের উদ্দ্যোগে তৈরি হয় মা মৃন্ময়ীর মন্দির। তখন থেকেই কৃষ্ণনবমীর দিন থেকে শুরু হয় মা মৃন্ময়ীর পূজো , চলে দুর্গাপূজা পর্যন্ত।