নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, আফগানিস্তানে সম্প্রতি তালিবানদের গঠিত তত্ত্বাবধায়ক সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য কোন দেশ তাড়াহুড়ো করছে না। তালিবানরা এখনও কোন দেশ দ্বারা স্বীকৃত হয়নি। তবে নাগরিকদের নিরাপত্তা, নাগরিকদের অধিকারের প্রতি শ্রদ্ধা এবং কূটনৈতিক মিশনের স্বাভাবিক কার্যকারিতা নিশ্চিত করার জন্যে, প্রতিটি দেশই বর্তমানে তালিবানদের সঙ্গে যোগাযোগের প্রয়োজনীয়তার কথা বলছে। তবে সরকারী স্বীকৃতি নিয়ে কেউ তাড়াহুড়ো করছে না।