নিজস্ব সংবাদদাতাঃ এই বছরে রমরম করে বাজার ছেয়ে ফেলেছে আর গমগম করে বিক্রি হচ্ছে দুর্গা মোটিফের নানা গয়না। তার মধ্যে আছে হার, দুল, বালা, পেনডেন্ট,আংটি, নাকের নথ সব কিছু। সেগুলো নিয়ে আমরা আজ আপনাদের জন্য পশরা সাজিয়ে বসেছি। দেখে শুনে নিন তাড়াতাড়ি। এসব জিনিস বাজারে বেশিদিন থাকে না কিন্তু।
১) বুঝতেই পারছেন এসব হল একটু স্পেশ্যাল গয়না। তাই বাজারে ট্রেন্ড এসেছে বলে হুড়মুড় করে কিনে ফেলবেন না। দেখে শুনে বুঝে নিয়ে কিনুন।
২) আগে নিজের পোশাক মানে শাড়ি, সালোয়ার এগুলো কিনে নেবেন। তারপর মানানসই গয়না কিনবেন।
৩) কোথা থেকে কিনছেন সেটাও একটা বড় বিষয়। বড় দোকান থেকে কিনলে অবশ্যই এই জাতীয় গয়না দামে একটু বেশি পড়বে। পকেট বাঁচাতে চাইলে সোজা চলে যান স্ট্রিট শপিং করতে। গড়িয়াহাট, নিউ মার্কেট, হাতিবাগান সব জায়গায় পেয়ে যাবেন এই গয়না। আর যদি দামদর করতে আপনি বিশেষ দক্ষ না হন তাহলে ইন্সটাগ্রামে এরকম অনেক পেজ আছে যারা এই ধরণের গয়না বিক্রি করেন। সেগুলো দেখে নিতে পারেন।
৪) কড়ি আর গামছার সঙ্গে দুর্গা মোটিফ এখন সবচেয়ে ‘হট’। তাই এবারের পুজোয় সেগুলো বেছে নিতে পারেন।
৫) দুর্গা মোটিফের যে পেনডেন্টগুলো এখন দেখা যাচ্ছে সেগুলো আকারে বেশ বড়। তাই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কীভাবে সাজগোজ করছেন। আপনার যদি পেনডেন্টকে হাইলাইট করা উদ্দেশ্য হয় তাহলে এমন কোনও রঙের পোশাক পরবেন না যার মধ্যে এই পেনডেন্ট মিশে যায়।