দিগবিজয় মাহালি,পশ্চিম মেদিনীপুরঃ বৃহস্পতিবার থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় শুরু হলো রাজ্য সরকারের নতুন কর্মসূচী দুয়ারে ভ্যাকসিন। এদিন পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরের প্রাঙ্গণে দুয়ারে ভ্যাকসিন কর্মসূচী আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রেশমি কমল। এই কর্মসূচী প্রথম পর্যায়ে মেদিনীপুর পৌরসভার ২৫ টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ৮০ বছরের ঊর্ধ্বে বৃদ্ধ-বৃদ্ধাদের বাড়ী গিয়ে আশা কর্মীরা ভ্যাকসিন দেবেন। এরফলে একদিকে যেমন বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের কষ্ট করে ভ্যাকসিনেশন সেন্টারে আসতে হবে না, তেমনই এই পরিষেবার মাধ্যমে খুব সহজেই বয়স্ক মানুষেরা ভ্যাকসিন পেয়ে যাবেন। এদিনের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি, পৌরসভার পৌর প্রশাসক সৌমেন খান, পৌরসভার প্রাক্তন কাউন্সিলর সহ অন্যান্য আধিকারিকগন। সপ্তাহে চারদিন দুয়ারে সরকারের এই গাড়ি পৌর এলাকায় পরিষেবা দেবে। ফোন নাম্বারে যোগাযোগের মাধ্যমে ভ্যাকসিন পাওয়া যাবে।