নিজস্ব সংবাদদাতাঃ আইপিএলের দ্বিতীয় লেগ শুরু হতে আর বাকি মাত্র কয়েকদিন। সেই জন্যই তার প্রস্তুতিতে নেমে পড়েছেন কলকাতা নাইট রাইডার্সের কিউয়ি তারকা পেসার লকি ফার্গুসন। কেকেআরের শেয়ার করা ছবিতে লকির নতুন লুক প্রকাশ্যে এসেছে। আগের আইপিএলে গোঁফ রেখে মন জয় করার পর এবার মুখভর্তি দাঁড়ি রেখেছেন লকি।