নিজস্ব সংবাদদাতাঃ পরিচালকের আসনে বিশাল ভরদ্বাজ। এর অর্থ নতুন কিছু পাওয়ার অপেক্ষায় থাকেন দর্শক। ফের সেই সম্ভবনা তৈরি হল। ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘নেটফ্লিক্স’-এর জন্য ‘খুফিয়া’ তৈরি করবেন বিশাল। টাবু, আলি ফয়জল, আশিস বিদ্যার্থীর অভিনয়ে সমৃদ্ধ হতে চলেছে বিশাল পরিচালিত এই ছবি। অমর ভূষণের বই ‘এসকেপ টু নাওহোয়্যার’-এর অ্যাডপশন বিশালের এই ছবি। এটা আসলে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইঙ্গ (আরএডব্লিউ)-এর গল্প। ভারতের এক্সটার্নাল ইন্টেলিজেন্স এজেন্সি কী ভাবে কাজ করে, ২৪ ঘণ্টা নজরদারির আওতায় থেকেও একজন জয়েন্ট সেক্রেটারি কী ভাবে বেপাত্তা হয়ে যান, তার গল্প। জানা গিয়েছে ছবির কিছু অংশের শুটিং মুসৌরিতে করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন বিশাল।