তালিবানরাজ নিয়ে বিস্ফোরক মন্তব্য মহিলা সমাজকর্মীদের

author-image
Harmeet
New Update
তালিবানরাজ নিয়ে বিস্ফোরক মন্তব্য মহিলা সমাজকর্মীদের

​নিজস্ব সংবাদদাতাঃ 

স্বাধীনতা তো দূরের কথা, একের পর এক তালিবানি ফতেয়ায় কেড়ে নিচ্ছে আফগান মহিলা(Afghan Women)-দের নায্য অধিকারটুকুও। সরকার গঠনের পর আরও কী কী অধিকার কেড়ে নেওয়া হবে, তা নিয়েই উদ্বেগে সমাজকর্মীরা। এমনই এক মহিলা গবেষক তথা সমাজকর্মী হুমেইরা রিজ়াই তালিবানি দখলের পরই প্রাণের ভয়ে আফগানিস্তান (Afghanistan) ছেড়ে পালিয়ে এসেছেন। তবে দেশের বাকি মহিলাদের জন্য আফশোস করছেন তিনি, কারণ তালিবানি শাসনে (Taliban Rules) তাদের জোর করে ফের অন্ধকারেই ঠেলে দেওয়া হবে।

দেশ ছেড়ে পালিয়ে আসার পরও স্বস্তি পাননি হুমেইরা। তালিবানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, “ওরা (তালিবান) মেয়েদের মানুষ বলেই গণ্য করে না। আগের তালিবানি শাসনে মহিলাদের প্রকাশ্যে মারধর ও মৃত্যুদণ্ড দেওয়া হত। ছিনিয়ে নেওয়া হয়েছিল সমস্ত অধিকার। ২০০০ সালের পর থেকে নিজেদের পায়ে উঠে দাঁড়াতে আফগান মহিলাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে। কিন্তু ফের একবার তালিবানরা এসে সেই অন্ধকারেই ঠেলে দেওয়া হচ্ছে মহিলাদের।”