নিজস্ব সংবাদদাতাঃ গত সপ্তাহান্তে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ, গভীর হয়ে স্থলভূমিতে প্রবেশ করে। যার ফলে মাঝ সেপ্টেম্বরেও এক নাগারে হয়ে যাওয়া বৃষ্টি, থামার নাম নিচ্ছিল না। সকাল থেকে রাত অবধি কখনও হালকা আবার কখনও ভারি বর্ষণের জেরে, একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়ে। তবে বর্তমানে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আজকে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে সাধারণত আকাশ মেঘলা থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।