আলিপুরদুয়ারে চালু হল 'দুয়ারে রেশন'

author-image
Harmeet
New Update
আলিপুরদুয়ারে চালু হল 'দুয়ারে রেশন'

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার:  আলিপুরদুয়ারে 'দুয়ারে রেশন' বিতরণ করতে উপভক্তাদের বাড়িতে হাজির আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা ও মহকুমা শাসক বিপ্লব সরকার। 'দুয়ারে রেশন' পেয়ে খুশি উপভোক্তারা। অন্যদিকে রেশন বহনের খরচ বাড়ানোর দাবি রেশন ডিলারদের। বুধবার থেকে আলিপুরদুয়ারে 'দুয়ারে রেশন' ব্যাবস্থা চালু হল। এদিন জেলার ৬ নং ব্লকের সর্বত্র 'দুয়ারে রেশন' ব্যাবস্থা চালু করলো জেলা প্রশাসন। জেলায় মোট ৬৯ টি পয়েন্ট থেকে 'দুয়ারে রেশন' ব্যাবস্থা চালু হয়। সকালে 'দুয়ারে রেশন' দিতে সদলবলে মানুষের দুয়ারে ছুটে গেছেন জেলাশাসক সুরেন্দ্র কুমার কুমার মীনা। পাশাপাশি উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক বিপ্লব সরকার সহ খাদ্য ও সরবরাহ দফতরের আধিকারিকরা। এদিন আলিপুরদুয়ার শহরের ৩ নম্বর ওয়ার্ডে কলেজ পাড়াতে প্রথমে শয্যাশায়ী ৮০ বছরের বৃদ্ধা রাধা আচার্য্যের বাড়িতে রেশন নিয়ে যান জেলাশাসক ও অন্যান্য প্রশাসনিক কর্তারা। এদিন রাধা দেবীর বাড়িতেই মেশিনের সাহায্যে রেশন বন্টনের স্লিপ দিয়ে দেন স্থানীয় রেশন ডিলার।অন্যদিকে জেলার আলিপুরদুয়ারের কালচিনি ব্লকেও একই ভাবে 'দুয়ারে রেশন' দেওয়া হয়।