বিয়ের ২৮ দিনের মাথায় গৃহবধূ খুনের ঘটনায় চাঞ্চল্য

author-image
New Update
বিয়ের ২৮ দিনের মাথায় গৃহবধূ খুনের ঘটনায় চাঞ্চল্য

সুদীপ ব্যানার্জী, উত্তর দিনাজপুর: গৃহবধূ খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার করণদিঘির বাজাগাঁও গ্রামপঞ্চায়েতের অন্তর্গত খোয়াশপুর এলাকায়। অভিযোগের তীর স্বামীর দিকে। বিয়ের মাত্র ২৮ দিনের মাথায় বকেয়া পণের দাবিতে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী নুর আক্তার পলাতক। বুধবার সকালে পুলিশ বাড়ি থেকে ওই গৃহবধূর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। মৃতার নাম রহিমা বিবি(১৯)। আলতাপুর-১ পঞ্চায়েতের বোতলবাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গৃহবধূকে খুন করে বাড়ি থেকে পালিয়ে যায় স্বামী। চিৎকারের আওয়াজে প্রতিবেশীরা গিয়ে গৃহবধূকে মৃত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে। তারপর পুলিশকে খবর দেওয়া হয়। মৃতার বাবার বাড়ির তরফে জানানো হয়েছে, বিয়েতে পণ বাবদ ২ লক্ষ টাকা রফা হয়েছিল। কিন্তু বিয়ের সময় ১ লক্ষ ৩০ হাজার টাকা দেওয়া সম্ভব হয়েছে। বাকি ৭০ হাজার টাকা না মেলায় স্ত্রীকে বিয়ের কয়েকদিন পর থেকে অত্যাচার চালাত স্বামী। শেষপর্যন্ত ঘরের মধ্যে স্ত্রীর মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে বলে স্বামীর বিরুদ্ধে অভিযোগ। সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গিয়েছে, ‘এখনও থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।করণদিঘি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।