সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: উত্তরবঙ্গে শিশুদের শরীরে হানা দিল স্ক্রাব টাইফাস। সূত্রের পাওয়া খবর অনুযায়ী, দার্জিলিং জেলায় বেশ কিছু শিশু এই রোগে আক্রান্ত হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি জেলায় প্রচুর শিশু জ্বর, সর্দি, কাশি নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। পাশাপাশি ডেঙ্গু থাবা বসিয়েছে উত্তরবঙ্গের এই দুই জেলায়। স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন প্রশাসন। মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে ৬৫ জন শিশুর রক্তের নমুনা পাঠিয়ে দেওয়া হয়েছে কলকাতায়। এরমধ্যে বেশির ভাগ শিশু জলপাইগুড়ি জেলার মেখলিগঞ্জ এলাকার।