রাস্তার কাজ আটকে থাকায় অসুবিধায় বাসিন্দারা

author-image
New Update
রাস্তার কাজ আটকে থাকায় অসুবিধায় বাসিন্দারা

সুদীপ ব্যানার্জী, উত্তর দিনাজপুর:  উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের রুপাহার থেকে পানিশালা-তেঁতুলতলা পর্যন্ত জাতীয় সড়কের বাইপাস নির্মাণের কাজ চলছে ধীর গতিতে। রুপাহার থেকে অভর পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছে। অভরের পর কুলিক নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ হলেও রাস্তার মাটি ভরাটের কাজ বন্ধ হয়ে রয়েছে। প্রায় দেড় মাসের বেশি সময় ধরে কাজ বন্ধ রয়েছে বলে অভিযোগ। রাস্তার উপর উপর মেশিনপত্র পড়ে রয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তার কাজ আটকে থাকায় ধুলোর সমস্যা হচ্ছে। বাইপাস তৈরির কাজ বিলম্ব হওয়ায় হতাশ হয়ে পড়েছেন বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি,  প্রায় ১২ কিমি দীর্ঘ এই বাইপাস নির্মাণ হয়ে গেলে রায়গঞ্জ শহরের যানজট কমবে। রুপাহার থেকে ডালখোলা পর্যন্ত ৪৫ কিমি রাস্তা ফোর লেন হচ্ছে। ভিটিহার গ্রামের বাসিন্দাদের একাংশ জানান, “খুব ঢিলেঢালা কাজ হচ্ছে। কবে কাজ শেষ হবে তা এখনও অনিশ্চিত। ধুলোতে প্রান ওষ্ঠাগত এই এলাকায়।