রাহুল পাসোয়ান,আসানসোলঃ আজ থেকে রাজ্যে শুরু হচ্ছে পরীক্ষামূলক ‘দুয়ারে রেশন’ প্রকল্প।এই প্রকল্পে ১৫ শতাংশ রেশন ডিলারকে আনা হচ্ছে বলে জানিয়েছে খাদ্য দফতর।
সেইমত সালানপুর ব্লকেও আজ থেকে শুরু হল এই দুয়ারে রেশন প্রকল্প ।সালানপুর ব্লকের জিৎপুর পঞ্চায়েতের কুসুমকানালি গ্রাম থেকে এই দুয়ারে রেশন প্রকল্পের সূচনা করলেন সালানপুর যুগ্ম ব্লক আধিকারিক অনুরাভ মন্ডল ও জেলাপরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান ।এদিন পশ্চিম বর্ধমান রেশন ডিলার এসোসিয়েশনের সদস্য দামোদর তেওয়ারী জানান যে মমতা ব্যানার্জির
এই প্রকল্প স্বপ্নের প্রকল্প। উনার এই প্ৰকল্পকে সাধুবাদ জানাই। সালানপুর ব্লকের দুয়ারে রেশনের পাইলট প্রজেক্টে আজকে জিৎপুর উত্তরামপুর গ্রাম পঞ্চায়েতের মালা দত্ত রেশন ডিলার থেকে এই প্রকল্প ট্রায়াল শুরু হচ্ছে। এই ট্রায়াল সফল হলে আগামী দিনে বাড়ি বাড়ি যাবেন রেশন ডিলাররা। তিনি বলেন সরকার চাইলে আমাদের ঠিকমত টাকা দিলে আমাদের রেশনের সাথে সাথে ভাতের থালা পর্যন্ত ধুয়ে আসতে পারি। বিধিবদ্ধ রেশন এলাকার আওতায় থাকা সাবএরিয়া ও সংশোধিত রেশন এলাকায় ব্লক পুরসভা ভিত্তিতে ১৫ শতাংশ রেশন ডিলার রেশন–গ্রাহকদের বাড়িতে বাড়িতে গিয়ে রেশন পৌঁছে দেবেন। এটাকেই বলা হচ্ছে ‘দুয়ারে রেশন’।