ফের শিশুমৃত্যু জলপাইগুড়িতে, উদ্বেগ বাড়ল জেলা প্রশাসনের

author-image
New Update
ফের শিশুমৃত্যু জলপাইগুড়িতে, উদ্বেগ বাড়ল জেলা প্রশাসনের

সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি:  ফের শিশুমৃত্যু জলপাইগুড়িতে। নতুন করে উদ্বেগ বাড়ল জেলা প্রশাসনের। বুধবার জলপাইগুড়ি জেলা হাসপাতালে ৩ মাসের এক শিশুর মৃত্যু হয়। শিশুটির শ্বাসকষ্ট, সর্দি-কাশি ছিল বলে জানা গিয়েছে। এই নিয়ে এখনও পর্যন্ত তিন শিশুর মৃত্যু হল। জানা গিয়েছে, মৃত শিশুর নাম কৃপায়ণ রায়।ময়নাগুড়ির বাসিন্দা ছিল সে। গত রবিবার থেকে শিশুটির সর্দি-কাশির সঙ্গে শ্বাসকষ্টের সমস্যাও ছিল। এরপর মঙ্গলবার সকালে শিশুটিকে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যান বাবা কমলেশ রায়। তাঁর অভিযোগ, হাসপাতালে শিশুটির চিকিৎসা না করেই ফিরিয়ে দেওয়া হয়। এরপর বিকেলে বেসরকারি চিকিৎসকের কাছে শিশুটিকে নিয়ে যান তিনি। সেই সময় চিকিৎসক শিশুটিকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। বুধবার ভোরে জলপাইগুড়ি জেলা হাসপাতালে শিশুটিকে নিয়ে আসা হয়। সেখানে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে, জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা হু হু করে বাড়ছে জলপাইগুড়িতে। বুধবার জলপাইগুড়ি জেলা হাসপাতালে যায় পাঁচ সদস্যের মেডিকেল টিম।