বাড়িতে কীভাবে ব্যবহার করবেন গোল্ড ফেসিয়াল?

author-image
Harmeet
New Update
বাড়িতে কীভাবে ব্যবহার করবেন গোল্ড ফেসিয়াল?

​নিজস্ব সংবাদদাতাঃ  আজকাল বাজারে বিভিন্ন ব্র্যান্ডের গোল্ড ফেসিয়াল কিট কিনতে পাওয়া যায়। আর সেই কিট কীভাবে নিজেরাই অ্যাপ্লাই করে ত্বকের হাল ফেরাবেন পুজোর আগে, সেই পদ্ধতিও বলে দিচ্ছি সহজ করে।



উজ্জল এবং ফর্সা ত্বক পেতে বাড়িতে বসেই গোল্ড ফেসিয়াল করার পদ্ধতি - Bangla  Beauty tips


সাধারণ জলে মুখ ধুয়ে নিন। এবার গোল্ড স্ক্রাবটি দিয়ে হালকা হাতে সারা মুখে মাসাজ করুন। মিনিটদুয়েক এভাবে মালিশ করে ত্বকের মরা কোষগুলি তোলা হয়ে গেলে মুখ ধুয়ে তোয়ালে দিয়ে চেপে-চেপে মুছে নিন।

অ্যাক্টিভেটরটি কয়েক ড্রপ নিয়ে সারা মুখে ভাল করে লাগিয়ে নিন। মুছে বা ধুয়ে ফেলবেন না। 

এবার মাসাজ ক্রিমটি দিয়ে সার্কুলার মোশনে সারা মুখ, গলা ও ঘাড়ে মালিশ করুন। যতটা ক্রিম টিউবে আছে, তার পুরোটাই মুখে লাগিয়ে মালিশ করতে হবে। ততক্ষণ মালিশ করবেন, যতক্ষণ না ক্রিম শুকিয়ে ত্বকে গভীরে ঢুকে যাচ্ছে। তারপর ভেজা তুলোর বল দিয়ে আলতো হাতে মুছে নিন বাড়তি ক্রিমটুকু।

এবার গোল্ড মাস্কটি ভাল করে মুখে-ঘাড়ে-গলায় লাগিয়ে নিন। পুরোটাই লাগিয়ে ফেলতে হবে। মিনিটপনেরো বা যতক্ষণ না মাস্কটি শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ রেখে ধুয়ে ফেলুন জল দিয়ে।

তুলোর বলে গোলাপজল নিয়ে হালকা করে সারা মুখে বুলিয়ে নিন।