নিজস্ব সংবাদদাতাঃ আসামের ৭ সদস্যের একটি শিক্ষক গোষ্ঠী একটি আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান অনুসন্ধান সহযোগিতা (আইএএসসি) নাগরিক বিজ্ঞান কর্মসূচির অংশ হিসাবে পাঁচটি নতুন গ্রহাণু শনাক্ত করেছে। আইএএসসি ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) অংশীদার ছিল এই কর্মসূচির।
তারা সপ্তর্ষি ভিআইপিএনইটি (ভারত) নামে আইএএসসি আয়োজিত গ্রহাণু অনুসন্ধান প্রচারণায় অংশ নেয়। নাগরিক বিজ্ঞানী হিসেবে যে শিক্ষকরা কাজ করছেন তারা হলেন রাজিব রঞ্জন ধর, রাজা সরকার, কংকন কিশোর দত্ত, কুলদীপ সুসান্য়া, দেবস্মিতা পল, দক্ষিণা বোরকোতোকি বোরাহ এবং দীপক ছেত্রি।