এবার মহাকাশ অভিযান হবে অ্যাপেলের হাত ধরে

author-image
Harmeet
New Update
এবার মহাকাশ অভিযান হবে অ্যাপেলের হাত ধরে

​নিজস্ব সংবাদদাতাঃ এতদিন পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে এই ছবিটাই স্পষ্ট ছিল যে, মহাকাশ অভিযানে যান নভশ্চররা। আর বিভিন্ন দেশের স্পেস এজেন্সিই মূলত এইসব অভিযানের আয়োজন করে। তবে বিগত কয়েক বছর ধরে এই ধারণা বদলাতে শুরু করেছে। কারণ স্পেস মিশন বা মহাকাশ অভিযানে আগ্রহ দেখিয়েছেন বিশ্বের তাবড় ধনকুবের এবং tech entrepreneur- রা। ইতিমধ্যেই জেফ বেজোস, ইলন মাস্ক, রিচার্ড ব্র্যানসনের নাম জুড়েছে এই তালিকায়। এবার এই একই দলে নাম লেখাতে চলেছে কুপার্টিনোর টেক জায়ান্ট অ্যাপেল সংস্থার সহ-প্রতিষ্ঠাতা স্টিভ উজনিয়াক। স্টিভ ঘোষণা করেছেন যে, তিনি একটি প্রাইভেট স্পেস কোম্পানি তৈরি করতে চলেছেন। টুইট করে Steve Wozniak জানিয়েছেন যে, বাকিদের মতো তিনিও এবার স্পেস মিশন নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন। শোনা গিয়েছে, নতুন এই কোম্পানির নাম হবে Privateer। আর এই সংস্থার মূল লক্ষ্য হবে মানজাতির জন্য মহাকাশ অভিযান নিরাপদ এবং সহজলভ্য করে তোলা। তবে স্টিভ একা এই সংস্থা নির্মাণ করবেন না। Ripcord- এর সহ-প্রতিষ্ঠাতা Alex Fielding- এর সঙ্গে একত্রিত হয় Privateer Space সংস্থা তৈরি করতে চলেছেন Steve Wozniak। টুইটারে একটি ইউটিউব ভিডিয়ো শেয়ার করে স্টিভ বলেছেন, ‘একসঙ্গে আমরা অনেক দূর যাব'।