শুরু হল দুয়ারে রেশন প্রকল্প, খুশি গ্রাহকরা, সংশয় ডিলারদের

author-image
New Update
শুরু হল দুয়ারে রেশন প্রকল্প, খুশি গ্রাহকরা, সংশয় ডিলারদের

হরি ঘোষ, অন্ডাল: বুধবার পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল ব্লকে পরীক্ষামূলকভাবে হল শুরু হল দুয়ারে রেশন প্রকল্প। প্রথম পর্যায়ে চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত প্রকল্পটি চালু থাকবে। পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করছে প্রকল্পটির ভবিষ্যৎ। সদ্যসমাপ্ত বিধানসভা ভোটের প্রচারে তৃণমূল দলের পক্ষ থেকে তৃতীয়বার সরকারে এলে যে সকল প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল দুয়ারে রেশন প্রকল্পটি। তা নিয়ে কটাক্ষ করেছিল বিরোধীরা।

প্রতিশ্রুতিমতো বুধবার রাজ্যজুড়ে পরীক্ষামূলকভাবে প্রকল্পটি চালু করল রাজ্য সরকার। তারই অঙ্গ হিসাবে অন্ডাল ব্লকের আটটি পঞ্চায়েত এলাকায় এই প্রকল্পের সূচনা হল। প্রকল্পটি ঘিরে আগে থেকেই তৈরি হয়েছিল আগ্রহ। এদিন বাড়িতে বসেই রেশন সামগ্রী পাওয়ায় খুশি গ্রাহকেরা। উখরার বাসিন্দা সুজাতা বসু সরকার জানান, “এতদিন রেশন দোকান থেকে রেশন নিয়ে আসত বাড়ির পুরুষরাই। প্রকল্পটিতে জীবনে প্রথমবার নিজের হাতে রেশন নিলাম। 

খাঁদরা পঞ্চায়েতের মুকুন্দপুরের বাসিন্দা মনু বাউরি ও ভাগ্যধর বাউরিরা জানান, “প্রকল্পটি চিরস্থায়ী হলে আমরা উপকৃত হব।কারণ এতদিন কাজ কামাই করে রেশনের দোকানে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হতো। আজ ঘরে বসেই রেশন সামগ্রী পাওয়ায় খুশি আমরা। তবে গ্রাহকরা হলেও খুশি হলেও প্রকল্পটি নিয়ে ভিন্নমত পাওয়া গেল ডিলারদের একাংশের থেকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিলার জানান, “সরকারের চিন্তাভাবনা ভালো, তবে প্রকল্পটিকে চিরস্থায়ী করতে পরিকাঠামোর উন্নয়ন ও ডিলারদের আর্থিক দিকটি সরকারকে ভেবে দেখতে হবে। কারণ স্বল্প পরিকাঠামো ও ন্যূনতম কমিশন ডিলাররা পায়। 

খাঁদরা  পঞ্চায়েতে বুধবার প্রকল্পটির শুভ সূচনা করেন পঞ্চায়েতের প্রধান শ্যামলেন্দু অধিকারী। প্রকল্পটির শুভ কামনার পাশাপাশি বাস্তবায়িত করার জন্য ধন্যবাদ জানান রাজ্য সরকারকে।

অন্ডাল ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ্ত বিশ্বাস জানান, “এটা পাইলট প্রজেক্ট, চলতি মাসের আটাশ তারিখ পর্যন্ত চলবে। প্রাথমিক পর্যায়ের পর্যালোচনার পর সরকারের পরবর্তী নির্দেশমতো পদক্ষেপ নেওয়া হবে।