নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে অপেক্ষার অবসান, প্রকাশিত হল জেইই মেইন-এর ফলাফল। জানা গিয়েছে, JEE মেইন রেজাল্টের জন্য ৭.৩২ লাখেরও বেশি শিক্ষার্থী অপেক্ষা করছিল। ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফ থেকে প্রকাশ করা এক বিবৃতি অনুযায়ী প্রথম স্থানাধিকারী পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক অন্ধ্রপ্রদেশের। সেই রাজ্য থেকে ৪ জন প্রথম স্থানে রয়েছেন। তাছাড়া তেলাঙ্গানা থেকেও দুই জন প্রথম স্থানে রয়েছেন। তাছাড়া উত্তরপ্রদেশ এভং রাজস্থানের দুইজন করে পরীক্ষার্থী প্রথম স্থানে রয়েছেন।