নিজস্ব প্রতিনিধি, শালবনী: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার অন্তর্গত পাথরকুমকুমি এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির!
বুধবার সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ প্রবল বৃষ্টি চলাকালীন নিয়ন্ত্রণহীন একটি সবজি বোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল বছর ৫৪-র ব্যক্তির। দুর্ঘটনায় মৃত ওই ব্যক্তির নাম পিন্টু মাহাত। জানা যাচ্ছে শালবনীর ভাদুতলায় আর.আই অফিসে সরকারি কর্মী ছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকাল প্রায় দশটা নাগাদ নিজের বাইকে করে প্রবল বৃষ্টির সময় রেনকোট পরে অফিসের উদ্দেশ্যে যাচ্ছিলেন পিন্টু বাবু। পাথরকুমকুমি এলাকায় রাজ্য সড়কের উপর হঠাৎই তাঁর বাইকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে সবজি বোঝাই একটি পিকআপ ভ্যান। ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়েন তিনি। ঘটনায় ছুটে আসেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। তারা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এবং ঘটনাস্থলেই ওই ব্যাক্তির মৃত্যু হয় বলে জানা গেছে।
এরপর ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক গাড়ির চালক, খালাসিকে আটক করে শালবনী থানায় খবর দেয়। একই এলাকায় বারংবার দুর্ঘটনায় মৃত্যু ঘটছে, যানবাহনের লাগামহীন গতির নিয়ন্ত্রণ এবং স্পিড ব্রেকারের দাবিতে বেশ কিছুক্ষণ রাজ্য সড়ক অবরোধ করে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়ি সহ চালক ও খালাসিকে আটক করে থানায় নিয়ে যায়।