নিজস্ব সংবাদদাতাঃ তালিবানি ফতোয়া যাই হোক না কেন, মেয়েদের ক্রিকেটকে কোনও ভাবেই হিমঘরে পাঠানো হবে না। বলে দিলেন আফগান ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান আজিজুল্লাহ ফজলি। তালিবানি আগ্রাসনে দেশের খেলাধুলো প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। বিশেষ করে মেয়েদের আবার পর্দার পিছনে, চার দেওয়ালে আটকে ফেলার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যা বহির্বিশ্বের কেউ মেনে নিতে পারছে না। আর তাই আফগান ক্রিকেটকে একঘরে করে দেওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। ওই ভয় থেকেই কি এই মন্তব্য করলেন আজিজুল্লাহ?