নিজস্ব সংবাদদাতাঃ উৎসবের মরসুমে বড়সড় নাশকতার হাত থেকে রেহাই পেল ভারত। দিল্লি পুলিশের জালে ধরা পড়ল ৬ কুখ্যাত জঙ্গি। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে ধৃতদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে বহু চাঞ্চল্যকর তথ্য মিলেছে। জানানো হয়েছে, ২৬/১১-র ধাঁচে নাশকতার ছক কষছিল জঙ্গিরা। নিশানা বেছে বিস্ফোরণ ঘটাতে নির্দেশ দেওয়া হয়েছিল এদের। শুধু তাই নয়, পুরনো জঙ্গিদের সাহায্য নিয়ে হামলার ছক করছিল তাঁরা। হামলার মাস্টারমাইন্ড দাউদের ডি কোম্পানি।