১৭ সেপ্টেম্বর পরিবর্তনী একাদশীতে ব্রত করলে মিটবে অর্থাভাব

author-image
Harmeet
New Update
১৭ সেপ্টেম্বর পরিবর্তনী একাদশীতে ব্রত করলে মিটবে অর্থাভাব



নিজস্ব সংবাদদাতাঃ  হিন্দু ধর্ম মতে একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীকে বলা হয় পরিবর্তনী একাদশী। পুরাণ অনুযায়ী এদিন বিষ্ণু যোগনিদ্রার সময় পাশ ফেরেন। উল্লেখ্য চতুর্মাসে প্রথমবার তাঁর স্থান পরিবর্তন হয়, তাই একে পরিবর্তনী একাদশী বলা হয়। চলতি বছরে ১৭ সেপ্টেম্বর পরিবর্তনী একাদশী। এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই একাদশীর ব্রত করলে সমস্ত মনোস্কামনা পূর্ণ হয় এবং অর্থাভাবও দূর হয়ে যায়।