সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে ভারত থেকে নেপালে যাওয়ার পথে এক চিনা নাগরিককে গ্রেফতার করেছে এস.এস.বি জওয়ানরা। তাঁকে সীমান্তে পৌঁছাতে যাওয়া শিলিগুড়ির বাসিন্দাকেও গ্রেফতার করা হয়েছে। ৩০-৩২ বছর বয়সি ধৃত চিনা যুবকের জন্ম তিব্বতে হলেও তাঁর কাছে আমেরিকার পাসপোর্ট এবং ভারতের প্যান কার্ড পাওয়া গিয়েছে। পাসপোর্ট এবং প্যান কার্ডে ভিন্ন ভিন্ন নাম রয়েছে। জানা গিয়েছে ওই চিনা যুবক হিমাচল প্রদেশের ধরমশালায় দলাই লামার তৈরি স্কুলে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনাও করেছেন। ঠিক কী উদ্দেশ্যে ভারতে এসেছিলেন, কেনই বা রাতে নেপালে যাওয়ার চেষ্টা করছিলেন, সেসব খতিয়ে দেখছে এস.এস.বি। এস.এস.বি সূত্রের খবর, সোমবার রাত পৌনে আটটা নাগাদ সীমান্ত পেরোনোর সময় দুজনকে আটক করা হয়। এর মধ্যে একজন চিনা নাগরিক, অপরজন শিলিগুড়ির প্রধাননগর থানার দার্জিলিং মোড় এলাকার বাসিন্দা পেম্বা ভুটিয়া। পেম্বা চিনা নাগরিককে নেপাল সীমান্ত পর্যন্ত পৌঁছে দিতে গিয়েছিলেন বলে এস.এস.বির কাছে দাবি করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এস.এস.বি জেনেছে, হিমাচল প্রদেশে পড়াশোনার পর আমেরিকায় চলে গিয়েছিলেন ওই চিনা যুবক। জিজ্ঞাসাবাদের পরই ধৃতদের খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেবে এস.এস.বি।