জলপাইগুড়ি জেলা হাসপাতালে জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু শিশুর, ভর্তি শতাধিক শিশু

author-image
New Update
জলপাইগুড়ি জেলা হাসপাতালে  জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু শিশুর, ভর্তি শতাধিক শিশু

সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি:  জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৬ বছরের এক শিশুর। ঘটনাটি জলপাইগুড়ি জেলা হাসপাতালের শিশু বিভাগের। কাবেরী রায় নামে ওই শিশু কোচবিহার জেলার মেখলিগঞ্জের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিল শিশুটি। রবিবার তাকে মেখলিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক থাকায় শিশুটিকে সোমবার বিকেলে জলপাইগুড়ি জেলা হাসপাতালে রেফার করা হয়। মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ সেখানে শিশুটির মৃত্যু হয়। নিউমোনিয়ার কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। এই মুহূর্তে জেলা হাসপাতালে ভর্তি রয়েছে প্রায় শতাধিক শিশু। প্রত্যেকেই জ্বরে আক্রান্ত বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,  খুবই সংকটজনক অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। শিশুটির জ্বর ও শ্বাসকষ্ট ছিল। পরীক্ষা করে দেখা যায়, শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত। শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। তবে বর্তমানে হাসপাতালের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ডেঙ্গি, ম্যালেরিয়া সহ বিভিন্ন ধরনের পরীক্ষা করা হচ্ছে।