অবৈধ বালি-পাথর পাচারের অভিযোগে দুটি ট্র্যাক্টর আটক করল পুলিশ

author-image
New Update
অবৈধ বালি-পাথর পাচারের অভিযোগে দুটি ট্র্যাক্টর আটক করল পুলিশ

সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: অবৈধ বালি-পাথর পাচারের অভিযোগে দুটি ট্র্যাক্টর আটক করল জলপাইগুড়ি জেলার মেটেলি থানার পুলিশ। সোমবার রাতে বাতাবাড়ি ফার্ম এলাকা থেকে ট্র্যাক্টর দুটিকে আটক করে চালসা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ট্র্যাক্টরে বালি-পাথর পাচার করা হচ্ছে, এমন খবর পেয়ে রাতে অভিযান চালায় মেটেলি থানার পুলিশ। বাতাবাড়ি ফার্ম এলাকা থেকে বালি-পাথর বোঝাই দুটি ট্র্যাক্টরকে আটক করা হয়। পুলিশ দেখে চম্পট দেয় চালকরা। এই মুহূর্তে নদী থেকে বালি-পাথর তোলা বন্ধ আছে। তা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী প্রশাসনের চোখে ধুলো দিয়ে সেসব পাচার করছে। দিনে পাচার বন্ধ থাকলেও রাতে সক্রিয় হয়ে উঠছে পাচারকারীরা। এদিকে পুলিশ সূত্রের খবর, ট্র্যাক্টরের মালিক ও চালকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।