বিজেপির পঞ্চায়েত সদস্যদের ভোটে জয়লাভ তৃণমূলের

author-image
New Update
বিজেপির পঞ্চায়েত সদস্যদের ভোটে জয়লাভ তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর:  বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থাতে বিজেপির পঞ্চায়েত সদস্যদের ভোটে জয়লাভ করল তৃণমূল। মঙ্গলবার মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া গ্রাম পঞ্চায়েতে ছিল প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থার ভোটাভুটি। ওই গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য ১৪ জন। তার মধ্যে উপস্থিত হয়েছিলেন ১০ জন। এই দশজনই তৃণমূলের পক্ষে ভোট দেয়। বিজেপির পঞ্চায়েত প্রধানকে পরাস্ত করে বৃষ্টিতে ভিজেই হলো তৃণমূলের বিজয় মিছিল। কোনোরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য ছিল পুলিশি নিরাপত্তা।

উল্লেখ্য, মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া গ্রাম পঞ্চায়েত গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হাতে চলে গিয়েছিল। জঙ্গলমহলের এই পঞ্চায়েতে মোট ১৪ টি আসনের মধ্যে বিজেপি ৮টি ও তৃণমূল পেয়েছিল ৬টি। বোর্ড গঠন করেছিল বিজেপি। গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়লাভের পর রাজনৈতিক চিত্র বদলাতে থাকে ওই এলাকায়। বিজেপির চারজন পঞ্চায়েত সদস্য যোগদান করে তৃণমূলে। এরপরই অনাস্থা প্রক্রিয়া শুরু হয়। মঙ্গলবার মোট ১০ জন গ্রাম পঞ্চায়েত সদস্য অনাস্থার পক্ষে ভোট দেন বিজেপি'র প্রধানের বিরুদ্ধে। বিজেপির বাকি চারজন পঞ্চায়েত সদস্য উপস্থিত হননি। ফলে এককভাবে বিজেপির পঞ্চায়েত প্রধান শিলা মাহাতোকে সরাতে সক্ষম হয় অনাস্থা ভোটে। বিজেপির অভিযোগ, বিধানসভা ভোটের পর এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্যদের হুমকি ও মারধর করা হয়। এমনকি জোর করে তৃণমূলে যোগ দেওয়াতে বাধ্য করানো হয়েছে। হুমকি ও মারধরের অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতা নয়ন দে। তিনি বলেন, বিজেপি নেতাদের দুর্ব্যবহারেই ওদের কর্মীরা দল ছেড়ে দিচ্ছেন।