সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: করোনার টিকা দেওয়া নিয়ে দলবাজির অভিযোগ। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। টিকা দেওয়া নিয়ে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ তুলে উত্তেজনা ছড়ায় শিলিগুড়ির ভারতনগরের টিকাকরণ শিবিরে। জানা গিয়েছে, মঙ্গলবার দক্ষিণ ভারতনগরে জগদীশচন্দ্র বিদ্যাপীঠ স্কুলে টিকাকরণ শিবিরের আয়োজন করা হয় পুরনিগমের তরফে। সেখানে ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছিল। সেইমতো সকাল থেকে উত্তর এবং দক্ষিণ ভারতনগরের বাসিন্দারা ওই স্কুলে টিকা নেওয়ার জন্য ভিড় জমান। অভিযোগ, সেই সময় উত্তর ভারতনগর থেকে যাওয়া বাসিন্দাদের বাধা দেন স্থানীয় কয়েকজন। এদের অনেকেই তৃণমূলের লোক বলে অভিযোগ। টিকা নিতে বাধা পেয়ে ফুলেশ্বরী মোড়ে অবরোধ করেন উত্তর ভারতনগরের বাসিন্দারা। কিছুক্ষণ অবরোধ চলার পর আন্দোলনকারীরা ফের স্কুলের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। সেখানেই তৃণমূল নেতা বিকাশ সরকারের উপস্থিতিতে দু’পক্ষের মধ্যে ব্যাপক বচসা শুরু হয়। খবর পেয়ে সেখানে পৌঁছোয় শিলিগুড়ি থানার পুলিশবাহিনী। তারপর পরিস্থিতি সামলে পুনরায় টিকাকরণ প্রক্রিয়া চালু করে।
তৃণমূল নেতা বিকাশ সরকারের দাবি, বিজেপি বিধায়ক শংকর ঘোষের কিছু লোকজন এসে অযথা সেখানে ঝামেলা বাধানোর চেষ্টা করছিলেন। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।