নিজস্ব সংবাদদাতাঃ
লিওনেল মেসি (Lionel Messi) বিতর্কে এ বার পাল্টা তোপ বার্সেলোনা (FC Barcelona) প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার। সম্প্রতি লা লিগার প্রেসিডেন্ট জেভিয়ার তেবাস বলেছেন, বার্সেলোনা চাইলে মেসিকে রেখে দিতে পারত। কিন্তু হঠাৎ করে মনোভাব পাল্টে ফেলার জন্যই মেসিকে তাঁর ছেলেবেলার ক্লাব ছেড়ে চলে যেতে হয়েছে পিএসজিতে (PSG)।
তেবাসের মন্তব্যে তিনি যে তীব্র চটেছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। আর তাই লাপোর্তা এক সাক্ষাৎকারে বলেছেন, ‘লিগ প্রেসিডেন্ট (League President) হিসেবে এই ধরণের মন্তব্য করা যায় না। একেবারে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। সমঝোতা ও সমাধানসূত্র বের করে বদলে ওঁর বরাবর সংঘাতের রাস্তা পছন্দ। ওঁর বার্সাকে আক্রমণ করা, মূল্যবোধে আঘাত করাটা পুরনো ভালোলাগার বিষয়। ওঁর চরিত্র সম্পর্কে আমরা ওয়াকিবহাল। তাই ওঁর মন্তব্যকে গুরুত্ব দিচ্ছি না