ভয় দেখিয়ে মহিলাদের ফতেয়া মানতে বাধ্য করল তালিবানরা

author-image
Harmeet
New Update
ভয় দেখিয়ে মহিলাদের ফতেয়া মানতে বাধ্য করল তালিবানরা

​নিজস্ব সংবাদদাতাঃ 

মহিলাদের স্বাধীনতা দেওয়া হবে। তারা পড়াশোনা করতে পারবে, চাকরিও। ২০ বছর পর দখল নিয়ে এই বার্তাই দিয়েছিল তালিবান। কিন্তু যত দিন যাচ্ছে, ততই প্রকট হয়ে উঠেছে তালিবানের (Taliban) স্বরূপ। সম্প্রতি একটি ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে ইউনিভার্সিটির হলে বসে আছেন ছাত্রীরা। তাঁদের মুখ-মাথা ঢাকা কালো কাপড়ে। শুধু চোখের ওপরের আস্তরণটা কিছুটা পাতলা, যা দিয়ে বাইরেটা দেখা যায়। তালিবানের সমর্থনে প্ল্যাকার্ড ধরতে দেখা যায় ওই মহিলাদের। ৯/১১ হামলার (9/11 attack) বর্ষপূর্তির দিন ওই ছবি সামনে আসে। পরে জানা গিয়েছে, কার্যত ভয় দেখিয়েই তালিবানকে সমর্থন করতে বাধ্য করা হয়েছে তাদের।

কাবুল ইউনির্সিটির (Kabul Univesrity) এক ছাত্রী জানিয়েছেন, কালো পোশাক পরে ইউনিভার্সিটি হলে জড় হতে বলা হয়েছিল আমাদের। এক ঘণ্টা সেখানে বসতে বলা হয়। তালিবানই ওই সব পোশাক দিয়েছিল আমাদের। আমাদের বলা হয়েছিল, তোমরা যদি উপস্থিত না হও, তাহলে ইউনিভার্সিটি থেকে বহিস্কার করা হবে। আর কোনোদিন কোনও ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না।