চুল পড়া কম করে জাফরান

author-image
Harmeet
New Update
চুল পড়া কম করে জাফরান

​নিজস্ব সংবাদদাতাঃ  জাফরানে রয়েছে অ্যান্টি অক্সিড্যান্ট  । যা চুল ওঠা দ্রুতই বন্ধ করে। চুলকে গোড়া থেকে পুষ্টি জোগায়। ফলে চুল হয় মজবুত। চুল বাড়েও ঠিকঠাক। চুল পড়ার সমস্যায় আপনি কি নাজেহাল? এবার ভরসা রাখুন জাফরানে।

কীভাবে ব্যবহার করবেন – কয়েকটা জাফরান বা কেশর নিন। আধ কাপ দুধে ভিজিয়ে রাখুন। অল্প যষ্টি মধু নিন। আপনি যেকোনও গ্রসারি শপেই এটি পেয়ে যাবেন। দুধের মধ্য়ে এই দুটি মিশিয়ে চটকে নিন। একটি পেস্ট তৈরি হবে। সেটি চুলে আর স্ক্যাল্পে ভাল করে ঘষে মেখে নিন। মনে রাখবেন প্রথমে স্ক্যাল্পে  লাগাবেন। ১৫-২০ মিনিট এভাবে রেখে দিন। তারপর ঠাণ্ডা জলে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুইবার এই পেস্ট চুলে লাগান।