নিজস্ব সংবাদদাতা: ফেস টোনারের অন্যতম কাজই আপনার ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখা। গোলাপ জল সেই কাজ খুব ভালভাবেই করে। আপনার ত্বক হঠাৎই খুব রুক্ষ হয়ে যায়, আবার হঠাৎই তৈলাক্ত হয়ে যায়? তার মানেই পিএইচ ব্যালেন্সের নিশ্চয়ই কোনও সমস্যা হচ্ছে। তবে এই নিয়ে চিন্তার কোনও কারণ নেই। কারণ গোলাপ জল আপনার ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক রাখবে। দিনে আপনি যতবার মুখ ধুয়ে থাকেন, গোলাপ জলের ঝাপটা দিয়ে মুখ ঘুয়ে নিতে চেষ্টা করুন। বা মুখ ধোয়ার জলে গোলাপ জল মিশিয়ে মুখ ধুয়ে নিন। মুখ ভাল থাকবে। এছাড়াও আপনি মুখ ধোওয়ার পরে ফেস টোনার হিসেবে গোলাপ জল (rose water) লাগিয়ে নিতে পারেন। একই কাজ দেবে।