সুদীপ ব্যানার্জী, উত্তর দিনাজপুর: দীর্ঘদিনের পড়ে থাকা বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে আন্দোলনে নামলো উত্তর দিনাজপুর জেলার চোপড়ার দাসপাড়ার নাগরিক শান্তি রক্ষা কমিটির সদস্যরা। সোমবার দাসপাড়া নাগরিক শান্তি রক্ষা কমিটি ও দাসপাড়া বাজার কমিটির উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি করা হয়। এদিন অবরোধ কর্মসূচির প্রতিবাদ করেন স্থানীয় তৃণমূল নেতাদের একাংশ। অবশেষে চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশের মধ্যস্থতায় অবরোধ তুলে নেন সদস্যরা।দাসপাড়া নাগরিক শান্তি রক্ষা কমিটির অভিযোগ, “দাসপাড়া পীর সাহেব মোড় থেকে স্থানীয় লালবাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা বেহাল হয়ে পড়ায় সবার সমস্যা হচ্ছে। আলোচনার মাধ্যমে প্রশাসনকে জানিয়ে এদিন অবরোধ কর্মসূচি নেওয়া হয়।“