সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের মাদারিহাট ব্লকের বীরপাড়ার শিশুঝুমরা গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তা তৈরির কাজ শুরু হয়েছিল দু’বছর আগে। কিন্তু কাজ শুরুতেই নানা বিষয়ে আপত্তি তোলেন স্থানীয় বাসিন্দারা। ফলে ২০-২৫ মিটার অংশ ঢালাই করে চলে যান বরাতপ্রাপ্ত ঠিকাদার। দু’বছর পর আর কাজ শুরু হয়নি। ফলে দুর্গানগর এলাকার ওই রাস্তাটি আরও বেহাল হয়ে পড়েছে। বৃষ্টি হলেই জল থৈ থৈ করছে। রয়েছে বড় গর্ত। এদিকে রাস্তার কাজ আটকে থাকায় বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। উভয় দলই একে অপরের বিরুদ্ধে কাটমানি নেওয়ার চেষ্টার অভিযোগ তুলেছে। এক কিলোমিটারেরও বেশি দীর্ঘ রাস্তাটি কংক্রিট দিয়ে ঢালাইয়ের কাজ শুরু হয়েছিল ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে। কিন্তু কংক্রিটের পরিবর্তে পিচ ঢালাইয়ের দাবি তোলেন এলাকাবাসী। এরপরই বন্ধ হয়ে যায় কাজ। বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার অভিযোগ, “তৃণমূলের নেতারা ঠিকাদারকে বারবার কাটমানির জন্য চাপ দিচ্ছিল। বাধ্য হয়ে ঠিকাদার কাজ ছেড়ে চলে যান। তবে এবছর অন্য ঠিকাদারকে দিয়ে ওই কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করা হবে।“ এদিকে বিধায়কের অভিযোগ উড়িয়ে মাদারিহাট বীরপাড়া ব্লকের তৃণমূল কংগ্রেসের বক্তব্য, “বিজেপি বিধায়কের এলাকা উন্নয়ন তহবিলের টাকাতেই কাজ হচ্ছিল। তাই এখানে তৃণমূলের কেউ নাক গলায়নি। আসলে ওই কাজের জন্য বরাদ্দকৃত টাকা থেকে কাটমানি তোলা নিয়ে বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছিল। এর জেরেই কাজ বন্ধ হয়ে যায়।“ এদিকে রাস্তার বেহাল দশায় নাজেহাল সাধারণ মানুষ কোনও অজুহাত শুনতে রাজি নন। স্থানীয় বাসিন্দারা রাস্তাটি পুনর্নির্মাণের কাজ দ্রুত শুরুর দাবি জানিয়েছেন।