জলপাইগুড়ি জেলা হাসপাতালে অসুস্থ ১১০ জন শিশুকে দেখতে এলেন জেলাশাসক

author-image
New Update
জলপাইগুড়ি জেলা হাসপাতালে অসুস্থ ১১০ জন শিশুকে দেখতে এলেন জেলাশাসক

সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি:  লাগাতার বেশ কিছুদিন ধরে জলপাইগুড়ি জেলা হাসপাতালে জ্বর ও পেটের সমস্যা নিয়ে বহু শিশু ভর্তি হচ্ছে। তা নিয়ে রীতিমতো চিন্তায় জেলা প্রশাসন থেকে স্বাস্থ্য দপ্তরের কর্তারা। সোমবার হাসপাতালে শিশুদের দেখতে যান জেলাশাসক মৌমিতা গোদারা বসু। শিশুদের মায়ের সঙ্গে কথা বলেন তিনি। স্বাস্থ্য পরিষেবায় কোনওরকম সমস্যা হচ্ছে কিনা, তা সরাসরি শিশুদের মায়েদের থেকে শোনেন জেলাশাসক।

জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর পর্যন্ত হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা ১১০। তিনজন শিশুর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যদিকে, এক শিশুর করোনা রিপোর্ট পজিটিভ আসায় তাকে সিক নিওনেটাল কেয়ার ইউনিটে আইসোলেশনে রাখা হয়েছে। যদিও ভয়ের কোনও কারণ নেই বলে দাবি করেছেন চিকিৎসকরা।