ডেবিট কার্ডেও ই এম আই এর সুবিধা

author-image
Harmeet
New Update
ডেবিট কার্ডেও ই এম আই এর সুবিধা

 নিজস্ব সংবাদদাতাঃ পুজোয় কেনাকাটা করবেন, কিন্তু একসঙ্গে টাকা মেটানোয় অসুবিধা? শুধু ক্রেডিট কার্ড নয়, এবার ডেবিট কার্ডেও মাসে মাসে টাকা মেটানোর সুবিধা পাবেন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গ্রাহকরা। সেস্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের ডেবিট কার্ড ব্যবহারকারী গ্রাহকদের জন্য ই এম আই এর সুবিধা নিয়ে এসেছে। মার্চেন্ট স্টোর থেকে জিনিস ক্রয় করে কার্ড সোয়াইপ করতে পারবেন গ্রাহকরা। অ্যামাজন এবং ফ্লিপকার্টের মতো ই-কমার্স পোর্টালগুলির মাধ্যমে অনলাইনে কেনা কাটার সময়ও তারা এই সুবিধাটি পেতে পারে।

এসবিআই ডেবিট কার্ডে ই এম আই যোগ্যতাঃ   ডেবিট কার্ড হোল্ডারকারীরা ই এম আই এর সুবিধা পাওয়ার জন্য যোগ্য কিনা তা দেখা হবে। নিবন্ধিত মোবাইল নম্বর থেকে ব্যাঙ্কে এস এম এস পাঠিয়ে এটি করা যেতে পারে। এসবিআই কার্ডধারীদের তাদের ফোন থেকে ৫৬৭৬৭৬এই নম্বরে ‘ ডি সিইএমআই ‘ লিখে পাঠাতে হবে।

ই এম আই সুবিধা পেতে পদক্ষেপঃ

  • মার্চেন্ট স্টোরে পি ও এস মেশিনে এসবিআই ডেবিট কার্ড সোয়াইপ করুন।
  • ব্রান্ড ই এম আই > ব্যাঙ্ক ই এম আই নির্বাচন ক্রুন।
  • পরিশোধ মেয়াদ > পরিমাণ লিখুন।
  • পি ও এস মেশিন চেক করার পর পিন লিখুন এবং ওকে লিখুন।
  • একটি সফল লেনদেনের পর ঋণের পরিমাণ বুক ক্রুন।
  • বিলের পরিমাণ, ঋণের শর্তাবলি সম্বলিত চার্জ স্লিপ মুদ্রিত হয় এবং গ্রাহককে তারপর একই বিষয়ে স্বাক্ষর করতে হয়।