প্রয়াত সিপিএমের প্রাক্তন প্রধানকে 'দুয়ারে সরকার শিবিরে' শ্রদ্ধা

author-image
New Update
প্রয়াত সিপিএমের প্রাক্তন প্রধানকে 'দুয়ারে সরকার শিবিরে' শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: প্রয়াত সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে শ্রদ্ধা জানালো তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। শুধু পঞ্চায়েত অফিসে নয়, তাঁর ব্যানার টাঙ্গিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হলো 'দুয়ারে সরকার শিবিরে'ও। বিভিন্ন গ্রামের মোড়েও টাঙানো হয় ব্যানার। গত সপ্তাহে প্রয়াত হন মনিদহ গ্রাম পঞ্চায়েতের সিপিএমের প্রাক্তন প্রধান কেমন হেমরম। 2008 সালে সিপিএমের পঞ্চায়েত সদস্য হিসেবে ভোটে জিতে প্রধান হন। তারপর থেকে আর প্রকাশ্যে সেভাবে পার্টি করতে দেখা যায় নি। ক্ষমতার থেকে সরে যাওয়ার পর মাঝে মধ্যে দলীয় কর্মসূচীতে অংশগ্রহণ করলেও বছর তিনেক দূরে সরে গিয়েছিলেন। এই তিন বছর বিজেপির হয়ে প্রচার করেছিলেন বলেও জানা গিয়েছে। দীর্ঘদিন শারীরিক অসুস্থতার পর তাঁর মৃত্যু হয়। মেদিনীপুর সদর ব্লকের মনিদহ গ্রাম পঞ্চায়েত অফিসে তাঁকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি সোমবার গুড়গুড়িপাল উচ্চ বিদ্যালয়ে চলা তৃতীয় দফার দুয়ারে সরকার শিবিরের মঞ্চেও শ্রদ্ধা জানান ওই গ্রাম পঞ্চায়েতের সদস্যরা ছাড়াও তৃণমূল নেতারা। উল্লেখ্য, এর আগেও রাজ্য সরকারের পরিবর্তনের পর বন্ধ হয়ে যায় এনায়েতপুরে থাকা সিপিএমের পার্টি অফিস। ওই অফিস চত্ত্বর ঢাকা পড়ে গিয়েছিল আগাছায়। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত থেকে একশো দিনের কাজে তা পরিষ্কার করে দেওয়া হয়েছিল। এরপরও একবার দেখা গিয়েছে কেউ বা কারা রাতের অন্ধকারে শালিকা গ্রামে পার্টি অফিসে তৃণমূলের পতাকা নামিয়ে বিজেপির পতাকা তুলে দিয়েছিল। বিজেপির লোকজন সকালে তৃণমূল নেতাদের জানান এই কাজ তারা করেননি। পরে সেই পতাকা নামিয়ে তৃণমূলের পতাকা তোলায় সাহায্য করেছিলেন বিজেপি নেতা কর্মীরা। মনিদহ গ্রাম পঞ্চায়েত বরাবরই রাজনীতির উর্ধ্বে থাকে বলে জানান তৃণমূল নেতা নির্মল মাঝি।  এদিনের শ্রদ্ধা জানানোর কর্মসূচি নিয়ে তিনি বলেন, “কেমন বাবু আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। তিনি কোন রাজনৈতিক দল করতেন আমরা তা দেখি না। তিনি মারা যাওয়ায় গ্রাম পঞ্চায়েত অফিসের পাশাপাশি আজকে দুয়ারে সরকার শিবিরেও তাঁকে শ্রদ্ধা জানানো হয়।