নিজস্ব প্রতিনিধি: ভবানীপুর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় একবালপুরের জনসংযোগে এলেন। সোমবার বিকেল ৪টের সময় একবালপুর মসজিদে আসেন মুখ্যমন্ত্রী। ইমামদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। মমতা জানান, প্রতিবার ইদে তিনি এখানে আসেন। কিন্তু করোনা-কারণে তিনি এবার ইদে আসতে পারেননি। এদিন মিনিট দশেক তিনি সেখানে ছিলেন।