সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ 'দুয়ারে সরকারের' পৌর এলাকার কাজের দাবি মেনে এবার রেকর্ড পরিমাণে কাজের উদ্যোগ গ্রহণ করল আলিপুরদুয়ার পুরসভা। দুয়ারে সরকারে পরিষেবা নিতে এসে সমস্যার কথা বলছেন সাধারণ পুরনাগরিকরা। চটজলদি সমাধান, এই মন্ত্রকে সামনে রেখে এবার অগ্রণী ভূমিকা নিতে চলেছে পুরসভা। গত বছর দুয়ারে সরকারে মাত্র ১৩ লক্ষ টাকার কাজ হয়েছিল। এবার আলিপুরদুয়ার পুরসভার ২০ টি ওয়ার্ডে বিপুল পরিমাণে রাস্তা, লাইট,জল,কালভার্টের সমস্যার অভিযোগ জমা পড়ে। আলিপুরদুয়ার পৌরসভার প্রশাসক মন্ডলির চেয়ারম্যান প্রসেনজিৎ কর সোমবার এক সাংবাদিক বৈঠকে দাবি করেছেন, “এবার দুয়ারে সরকারে যে সকল অভিযোগ জমা পড়েছে তার জন্য ৯৩ লক্ষ টাকার কাজ খুব শীঘ্রই শুরু করা হবে। সোমবার থেকেই এই কাজের টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। সেপ্টেম্বর মাসের মধ্যেই পুর নাগরিকদের সমস্যা সমাধান হয়ে যায় তার জন্য কাজ শুরু হয়েছে। পানীয় জল,বিদ্যুৎ, রাস্তা থেকে শুরু করে সব ধরণের কাজই হবে।যাতে পুর নাগরিকরা এবার দুয়ারেই সমাধান সূত্র পেয়ে যান।“
আলিপুরদুয়ার পৌরসভার প্রশাসক মন্ডলির চেয়ারম্যান প্রসেনজিৎ কর আশাবাদী। এবার রেকর্ড পরিমান রাস্তা হচ্ছে শহরে। ফলে বদলে যাচ্ছে শহরের মানচিত্রও। যদিও পুর এলাকায় দুয়ারে সমাধান কতটা হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। তিনি বলেন, “পুরসভা তো দুর্নীতির ডিপো। ঘর বন্টন নিয়ে দুর্নীতি হয়েছে। এখন ৯৩ লক্ষ খরচ করে কতটা উন্নয়ন হবে তা লাখ টাকার প্রশ্ন। কতটা রাস্তা ঠিক হবে? কতটা সমস্যা দূর হবে তা নিয়ে উত্তর দেবে পুর নাগরিকরা।“