সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: তীব্র গরমের দাপটে নাজেহাল আলিপুরদুয়ার জেলার বাসিন্দারা। হু হু করে বাড়ছে ডুয়ার্সের তাপমাত্রা। বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ রাস্তায় একদমই বেরোচ্ছে না। তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে রাস্তায় দোকানদারেরা বার বার চোখে,মুখে, মাথায় জল দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে দীর্ঘ কয়েক বছরে এধরনের তীব্র গরমের দাপট ডুয়ার্সে দেখা যায়নি। বিশেষজ্ঞদের মতে, ডুয়ার্সে এক সময় প্রচুর পরিমাণে গাছ ছিল। ডুয়ার্সে এই গাছ কেটে জঙ্গল মাঠে পরিণত হয়েছে। স্বাভাবিক ভাবেই পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। সব মিলিয়ে তীব্র গরমের দাপটে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের।