পুরভোটকে পাখির চোখ করে ময়দানে আলিপুরদুয়ারের বিজেপি নেতৃত্ব

author-image
New Update
পুরভোটকে পাখির চোখ করে ময়দানে আলিপুরদুয়ারের বিজেপি নেতৃত্ব

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: পুরভোটকে পাখির চোখ করে ময়দানে আলিপুরদুয়ারের বিজেপি নেতৃত্ব। সদলবলে পৌরসভা এলাকায় ময়দানে নামল বিজেপি। আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালের নেতৃত্বে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিতে সোমবার গোটা শহরে বাইক মিছিল করে বিজেপি।রীতিমতো বিধায়ক বাইকে চেপে মাঝের ডাবরি এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের স্থান পরিদর্শন করেন। পাশাপাশি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি কর্মীরা। এই প্রকল্পে শুধু সীমানা প্রাচীর ছাড়া আর কোনও কাজ হয়নি বলে অভিযোগ। এই প্রকল্পে কোটি কোটি টাকা দূর্নীতির অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক। এদিন মাঝের ডাবরি চা বাগানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প স্থান পরিদর্শনের পর পুরসভায় এসে বিক্ষোভ দেখায় বিজেপি।  উল্লেখ্য কয়েক বছর আগে আলিপুরদুয়ার শহর লাগোয়া মাঝের ডাবরি চাবাগানের প্রায় ১০ একর জমি প্রায় ১ কোটি ১৩ লক্ষ টাকা দিয়ে কিনে নেয় প্রশাসন। ওই জমিতে এখন পর্যন্ত সীমানা প্রাচীর ছাড়া আর কোনও কাজ হয় নি। এবার এই প্রকল্প নিয়ে আন্দোলনে নামল বিজেপি। ১৯৬৯ সালে আলিপুরদুয়ার পুরসভার পত্তন হলেও আজও শহরের আবর্জনা ফেলার সুনির্দিষ্ট জায়গার বন্দোবস্ত করতে পারেনি প্রশাসন। বিজেপির অভিযোগ, কখনও নদীতে কখনও আবার জলাশয়ে আবর্জনা ফেলছে পুরসভা। আবর্জনায় গোটা শহরের মুখ ঢেকেছে। আলিপুরদুয়ার পুরসভার চেয়ারপার্সন তথা তৃণমূল নেতা বাবলু কর অবশ্য বলেন, বিধায়ক ঘর থেকে বের হন না। উনি জানেন না কোথায় আবর্জনা ফেলা হচ্ছে। করোনার জন্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ বন্ধ ছিল। খুব তাড়াতাড়ি এই প্রকল্পের বাকি কাজ শুরু হবে।