নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে যখন গোটা বিশ্ব উদ্বেগে, সেই সময়ই ভারত সফরে আসছেন তালিবানের “বন্ধু” দেশ ইরানের প্রতিনিধি। চলতি মাসেই ভারত সফরে আসতে পারেন ইরান(Iran)র নতুন বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদুল্লাহিয়ান। ইরান থেকে তেল কেনার বিষয়েও আলোচনা করা হতে পারে বলে সূত্রের খবর। বর্তমান পরিস্থিতিতে ইরানের বিদেশমন্ত্রীর সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চিন ও পাকিস্তানের পাশাপাশি আফগানিস্তানে তালিবানের নতুন সরকার গঠনে বিশেষ ভূমিকা পালন করছে ইরানও। সূত্রের দাবি, আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো বাহিনী সরাতে এবং তালিবানকে ক্ষমতা দখল করতে চিন-পাকিস্তানের মতোই মদত দিয়েছে ইরানও। তার প্রমাণও মিলেছে তালিবান সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকা দেখে। সেই তালিকায় ভারতের নাম না থাকলেও তিন, পাকিস্তান, ইরান ও কাতারের নাম রয়েছে।