নিজস্ব সংবাদদাতাঃ কয়েকদিন আগেই শোনা গিয়েছিল যে ভার্জিন গ্যালাকটিক সংস্থা তাদের প্রথম বাণিজ্যিক রিসার্চ মিশন চালু করতে চলেছে। তবে এবার শোনা যাচ্ছে যে, এই বাণিজ্যিক রিসার্চ মিশন শুরু হতে কিছুটা দেরি হবে। উল্লেখ্য, এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘ইউনিটি ২৩’। এই মিশনের জন্য ইতালির বায়ু সেনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে মার্কিন সংস্থা ভার্জিন গ্যালাকটিক। প্রাথমিক ভাবে শোনা গিয়েছিল, চলতি বছর অক্টোবর মাসের মাঝামাঝি এই অভিযান শুরু হবে। তবে এখন শোনা যাচ্ছে যে, ভার্জিন গ্যালাকটিক সংস্থার যে স্পেস ক্র্যাফট পাঠানো হবে এই অভিযানে, সেখানে সম্ভবত কোনও ম্যানুফ্যাকচারিং ত্রুটি দেখা গিয়েছে। এর পাশাপাশি ভার্জিন গ্যালাকটিক সংস্থা এও জানিয়েছে যে, U.S. Federal Aviation Administration (FAA)- এর একটি সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি (pending resolution of a probe)। সেই জন্যও এই মিশনে দেরি হচ্ছে।